ড. আশরাফ সিদ্দিকী

First sample image

জন্ম: ১৯২৭ খ্রিস্টাব্দের ১ মার্চ, টাইঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নাগরাড়ি গ্রামের নানা বাড়িতে
শিক্ষা: বাংলায় এমএ ১৯৫০ সাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এমএ ও পিএইচডি ফোকলোর বিষয়ে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়, আমেরিকা |
কর্মজীবন: ড. আশরাফ সিদ্দিকী
প্রকাশিত গ্রন্থ: তালেব মাষ্টার ও অন্যান্য কবিতা (১৯৫০), বিষকন্যা (১৯৫৫), দাঁড়াও পথিক বর (১৯৯০), রাবেয়া আপা (১৩৬২), রবীন্দ্রনাথের শান্তি নিকেতন (১৯৭৪), লোক সাহিত্য (১৯৬৩), বাংলার মুখ (১৯৯৯), প্যারিস সুন্দরী (১৯৭৫), বাংলাদেশের রূপকথা (১৯৯১), আরশী নগর, শেষ কথা কে বলবে (১৯৮৮), গুনীন (১৯৮৯) উল্লেখযোগ্য | পুরস্কার: একুশে পদক, শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪), ইউনেস্কো পুরস্কারসহ তিনি আরো অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন
পুরস্কার: একুশে পদক, শিশু সাহিত্যে বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৪), ইউনেস্কো পুরস্কারসহ তিনি আরো অনেক পুরস্কারে ভূষিত হয়েছিলেন |
পিতা: ডা: আবদুস সাত্তার সিদ্দিকী
মাতা: সমীরণ নেসা |
বিয়ে: ১৯৫১ সালের ২৩ ডিসেম্বর
স্ত্রী: সাঈদা সিদ্দিকী , শিক্ষিকা, আজিমপুর গালর্স হাই স্কুল |
সন্তান: সাঈদ সিদ্দিকী, চেয়ারম্যান, ক্যাটস্ আই; নাহিদ আলম, প্রিন্সিপাল, সিদ্দিকী’স ইন্টারন্যাশনাল; তাসনিম সিদ্দিকী, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়; রিফাত আহম্মেদ, চেয়ারপারসন, সিদ্দিকী’স ইন্টারন্যাশনাল; রিয়াদ সিদ্দিকী, ডাইরেক্টর, ক্যাটস্ আই |

আসো র্বষ-নবর্বষ কবিতা ড. আশরাফ সিদ্দিকীর একটি কালজয়ী কবিতা। কবির সকল শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের জানাচ্ছি কবির তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা ।

সাক্ষাৎকার